IQNA

বসন্তের তিলাওয়াত;

ভিডিও | ইমাম হুসাইন (আ.)এর মাযারের বিশিষ্ট ক্বারির কণ্ঠে বসন্তের আয়াত তিলাওয়াত

0:03 - March 27, 2021
সংবাদ: 2612522
তেহরান (ইকনা): ফার্সি নববর্ষের শুরুতে “ইকনা”র উদ্যোগে অনুষ্ঠিত “নতুন মৌসুমে বসন্তের আয়াত তিলাওয়াত” প্রকল্পে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি কুরআন তিলাওয়াত করেছেন।

এতে ক্বারিগণ প্রকৃতির পুনরুত্থানের বিষয়ে বিভিন্ন আয়াত তিলাওয়াত করেছেন। আজ আপনাদের সম্মুখে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের বিখ্যাত ক্বারি ও মুয়াজ্জিন “আসামা আল-কারবালায়ী”-এর সুললিত কণ্ঠে সূরা “আনআম”-এর ১৪১ নম্বর আয়াত তুলা ধরা হল:
আয়াত এবং অনুবাদ:


«وَهُوَ الَّذِي أَنْشَأَ جَنَّاتٍ مَعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ كُلُوا مِنْ ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِين»


এবং তিনিই তো সৃষ্টি করেন উদ্যানসমূহ, কতক মাচার ওপর চড়ানো এবং কতক মাচার ওপর চড়ানো নয় এবং খেজুর গাছ এবং বিভিন্ন খাদ্যদ্রব্যের শস্যক্ষেত এবং জয়তুন ও ডালিম যাদের কতক সদৃশ এবং কতক অসদৃশ। যখন তাতে ফল ধরে তখন তার ফল থেকে খাও এবং তা তোলার দিনে তার প্রাপ্য আদায় কর এবং তোমরা অপব্যয় কর না। নিশ্চয়ই তিনি অপব্যয়কারীদের ভালবাসেন না।  iqna

 

captcha