এতে ক্বারিগণ প্রকৃতির পুনরুত্থানের বিষয়ে বিভিন্ন আয়াত তিলাওয়াত করেছেন। আজ আপনাদের সম্মুখে ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের বিখ্যাত ক্বারি ও মুয়াজ্জিন “আসামা আল-কারবালায়ী”-এর সুললিত কণ্ঠে সূরা “আনআম”-এর ১৪১ নম্বর আয়াত তুলা ধরা হল:
আয়াত এবং অনুবাদ:
«وَهُوَ الَّذِي أَنْشَأَ جَنَّاتٍ مَعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ كُلُوا مِنْ ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِين»
এবং তিনিই তো সৃষ্টি করেন উদ্যানসমূহ, কতক মাচার ওপর চড়ানো এবং কতক মাচার ওপর চড়ানো নয় এবং খেজুর গাছ এবং বিভিন্ন খাদ্যদ্রব্যের শস্যক্ষেত এবং জয়তুন ও ডালিম যাদের কতক সদৃশ এবং কতক অসদৃশ। যখন তাতে ফল ধরে তখন তার ফল থেকে খাও এবং তা তোলার দিনে তার প্রাপ্য আদায় কর এবং তোমরা অপব্যয় কর না। নিশ্চয়ই তিনি অপব্যয়কারীদের ভালবাসেন না। iqna